ইনসাইড পলিটিক্স

মার্কিন পৃষ্ঠপোষকতায় নতুন জোট?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/07/2018


Thumbnail

আওয়ামী লীগের বিরুদ্ধে একটি সর্বদলীয় মোর্চা গঠনের উদ্যোগে সহযোগিতা করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে একটি উদারপন্থীদের নির্বাচনী প্ল্যাটফর্ম গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছে দূতাবাসের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। মূলত: মার্কিন উদ্যোগের কারণেই চলতি মাসেই বিএনপির নেতৃত্বে সংলাপ শুরু হচ্ছে। এই সংলাপে বিএনপির সঙ্গে বসবে বিকল্পধারা, নাগরিক ঐক্য, জেএসডি এবং গণফোরাম। বিএনপির একাধিক নেতা এই সংলাপের উদ্যোগের কথা স্বীকার করেছে। বিএনপির একজন নেতা জানিয়েছেন, সফল ভাবে সংলাপ প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী আগস্ট মাসে একটি নতুন জোট আত্মপ্রকাশ করতে পারে। এই জোটই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে বিএনপির ঐ নেতা ইঙ্গিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুটি বিষয়ে অনৈক্যের কারণ সরকার বিরোধী ঐক্য প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। প্রথমত: জোটের নেতা কে হবে?  বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এরকম প্রস্তাবিত জোটে বিএনপি যেহেতু প্রধান দল, তাই বিএনপির নেতৃত্বেই এই জোট হওয়া উচিৎ। সেক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসনই দলের প্রধান করার প্রস্তাব বিএনপির। কিন্তু এ ব্যাপারে একমত নয় মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস চাইছে ড. কামাল হোসেনের নেতৃত্বেই এরকম জোটটি হওয়া উচিৎ। সর্ববৃহৎ দল হিসেবে যেখানে বিএনপির আধিপত্য থাকবে, নেতৃত্ব নয়। আবার যাদের নিয়ে সম্ভাব্য জোটের কথা ভাবা হচ্ছে, সেই দলগুলোর সিংহভাগই চাইছে বিকল্পধারা বাংলাদেশের প্রধান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে জোটের প্রধান করতে। তাঁদের মতে, ইতিমধ্যেই বি. চৌধুরীর নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ আত্মপ্রকাশ করেছে। যুক্তফ্রন্ট নেতারা বলেছেন, বিএনপিসহ উদারপন্থী রাজনৈতিক দলগুলো যুক্তফ্রন্টেই যুক্ত হতে পারে। কাজেই নেতৃত্বের প্রশ্নটি অমীমাংসিত রেখেই বিএনপি আগামী নির্বাচন প্রশ্নে সংলাপ শুরু করেছে। দ্বিতীয় অনৈক্যের বিষয় হলো, বিএনপি-জামাত সম্পর্ক। মার্কিন দূতাবাস, জামাত থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির উপর রীতিমতো চাপ সৃষ্টি করছে। মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে স্পষ্ট করেই, জামাত ত্যাগের পরামর্শ দিয়েছে। সূত্র মতে, তারা এটাও বলেছে, জামাতকে বাদ না দিলে বিএনপি আন্তর্জাতিক সমর্থন এবং সহানুভূতি পাবে না। কিন্তু ২০ দলীয় জোট ভেঙ্গে দেওয়ার ব্যাপারে বিএনপির মধ্যেই মতবিরোধ আছে। বিএনপির মহাসচিব ২০ দলকে আপাতত  স্থগিত রেখে, সেখান থেকে এলডিপি, বিজেপি এবং কল্যাণ পার্টির মতো উদারপন্থী দলগুলোকে নিয়ে যুক্তফ্রন্ট এবং অন্যান্য দলের সমন্বয়ে নতুন জোট চান। কিন্তু বিএনপির অধিকাংশ নেতাই জামাত ত্যাগে আপত্তি জানিয়েছেন।  তারা মনে করেন, বিএনপি জামাত ত্যাগ করলে, আওয়ামী বিরোধী, ডান ও দক্ষিণ-পন্থীদের সমর্থন হারাতে পারে বিএনপি। তাদের মতে, এটাই বিএনপির ভোট ব্যাংক। শেষ পর্যন্ত মার্কিন পৃষ্ঠপোষকতায় সর্বদলীয় জোট হবে কিনা, তা নিশ্চিত নয়। তবে খুব শিগগিরই যে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছে সেটি নিশ্চিত।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭