ইনসাইড হেলথ

বায়ু দূষণ থেকে বাড়ছে ডায়বেটিস!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/07/2018


Thumbnail

বর্তমান বিশ্বে ডায়বেটিস যে মহামারী আকার ধারণ করেছে তা বলার অপেক্ষা রাখে না। দিন দিন এর প্রকোপ না কমে বরং বাড়ছে। একটি। বিশ্বে ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে। এরই মধ্যে শোনা যাচ্ছে আরেক নতুন তথ্য। বায়ু দূষণের সঙ্গে না কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার বেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় এটি বলা হয়েছে।

ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা ধারণা করছেন, ২০১৬ সালে বিশ্বে প্রতি সাতটি নতুন ডায়াবেটিস কেসের অন্তত একটির জন্য দায়ী বায়ু দূষণ। ওই বছরে বায়ু দূষণের কারণে ৩২ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।

এই গবেষণায় নিযুক্ত বিজ্ঞানী জিয়াদ আল আলি বিবিসিকে বলেন, ডায়াবেটিসের সঙ্গে বায়ু দূষণের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। শারীরিক স্থূলতা, অস্বাস্থ্যকর খাবার, পরিশ্রম না করা, বংশপরম্পরা ইত্যাদি অনেক বিষয়কেই ডায়াবেটিসের কারণ ভাবা হতো। এর মধ্যেই বিজ্ঞানীরা যোগ করলেন বায়ু দূষণকে। 

বিজ্ঞানীরা বলছেন, বায়ু দূষণের কারণে শরীরের ইনসুলিন কমে যায়। এর ফলে ব্লাড গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে পারে না আমাদের শরীর। আর তাই বেড়ে যাচ্ছে ডায়বেটিসের প্রকোপ।

সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭