ইনসাইড পলিটিক্স

রাত ৮ টার পর নারী কর্মীদের প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/07/2018


Thumbnail

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ সোমবার রাত ৮টা দিকে আকস্মিকভাবেই বিএনপির কার্যালয়ে যান। তবে সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাঁর জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৮ টার পর দলটির নারী কর্মীদের যাওয়া যেত না। কিন্তু আজ রাত ৮ টার দিকে মির্জা আব্বাস কার্যালয়ে গিয়ে দেখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্থায়ী বাসিন্দা দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বেশ কয়েকজন নারী কর্মীর সঙ্গে খোশগল্পে মশগুল। তাঁদের গাল-গল্পের ভঙ্গিমা কোনোভাবেই শোভন বলা যাবে না।

নারী কর্মীদের নিয়ে রাত-বিড়াতে রুহুল কবির রিজভীর এমন অশোভন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে ওঠেন মির্জা আব্বাস। তিনি ওই নারী কর্মীদের কার্যালয় থেকে বেরিয়ে যেতে বলেন।

মির্জা আব্বাস ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এগুলো নিয়ে দলের বাইরে নানা রকম মুখরোচক আলোচনা হচ্ছে। এমন কর্মকাণ্ডে সম্মান নষ্ট হচ্ছে বিএনপির। মির্জা আব্বাস আরও বলেন, এভাবে রাতে নারীদের সঙ্গে নিয়ে খোশগল্পের আসর বসানো দলের কার্যালয়ের পবিত্রতা নষ্ট করছে।

এরপর থেকে দলের কোনো নারী কর্মীকে রাত ৮ টার পরে দলের দলের কার্যালয়ে না আসার নির্দেশ দিয়েছেন মির্জা আব্বাস।

ওই ঘটনার পর বেশিক্ষণ আর কার্যালয়ে ছিলেন না মির্জা আব্বাস। দ্রুত তিনি কার্যালয় ছেড়ে বেরিয়ে যান।  

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭