ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/07/2018


Thumbnail

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১ জুলাই থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের আরও ১১০ জন অভিবাসী শ্রমিক গ্রেপ্তার হয়েছে।

আনুষ্ঠানিক অভিযান শুরুর আগেই মালয়েশিয়া পুলিশ আট শতাধিক বাংলাদেশিসহ প্রায় তিন হাজার শ্রমিককে আটক করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া এই ১৭ বাংলাদেশির ভাগ্যেও সম্ভবত এমনটা ঘটতে যাচ্ছে।

মালয়েশিয়ায় আট লাখের বেশি বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে ২০১৬ সালের পর রি-হায়ারিং সুযোগ নিয়ে চার লাখের বেশি শ্রমিক নিবন্ধন করলেও দেড় লাখের বেশি শ্রমিক এ প্রকল্পের সুযোগ নেয়নি। তারা এখন গ্রেপ্তারের ভয়ে আছে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭