ইনসাইড পলিটিক্স

তিন সিটিকেই নিষিদ্ধ ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/07/2018


Thumbnail

আগামী ৩০ জুলাই তিন সিটি নির্বাচনকে বিএনপি দেখছে বাঁচা মরার লড়াই হিসেবে। বিএনপি নেতারা বলছেন, হয় তারা জিততে চান অথবা সরকারের কারচুপি উন্মোচন করতে চান। কিন্তু খুলনা এবং গাজীপুরে বিএনপি হেরেছে বেশ বাজে ভাবে। বিএনপির নেতারা কারচুপির কথা বললেও সেই কারচুপি কীভাবে হয়েছে সে সম্পর্কে তথ্য প্রমাণ হাজির করতে পারেন নি। দুই সিটির নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত নয়। তাই বিএনপি তিন সিটি নির্বাচনে কারচুপির প্রমাণ চায় হাতে নাতে। এজন্য তিন স্থানীয় নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করতে চায় বিএনপি। স্থায়ী কমিটির সদস্যরা তিনভাগে বিভক্ত হয়ে তিন সিটিতে প্রচারণায় অংশগ্রহণ করতে চায়। কিন্তু সমস্যা হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। মির্জা ফখরুল সিলেটে নির্বাচনী প্রচারণার নেতৃত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু সিলেটে বিএনপির প্রার্থী আরিফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে সিলেটে যেতে বারণ করেছেন। আরিফ বলেছেন, আপাতত ফখরুল ভাইয়ের সিলেটে আসার দরকার নেই। এর প্রধান কারণ হলো সিলেটে জামাতের শক্ত অবস্থান। জামাত সেখানে প্রার্থীও ঘোষণা করেছে। এখন পর্যন্ত জামাতের প্রার্থী তাঁর মনোনয়ন প্রত্যাহার করেনি। সিলেটে জামাতের অবস্থান বেশ শক্ত। সিলেট জামাত মনে করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত বিরোধী। তাঁর কারণেই জামাতের সঙ্গে বিএনপির টানাপড়েন চলছে বলে জামাতের কেন্দ্রীয় নেতৃত্বও মনে করে। এ কারণেই আরিফুল হক চৌধুরী মির্জা ফখরুলকে সিলেটে যেতে নিরুৎসাহিত করছেন।

বিএনপির মেয়র প্রার্থীর ধারণা, ফখরুল গেলে জামাত নির্বাচনী প্রচারণায় আরও সক্রিয় হবে। ঠিক একই কারণে রাজশাহীতেও বিএনপি প্রার্থী বুলবুল, মির্জা ফখরুলকে চান না। রাজশাহীতেও জামাতের শক্ত অবস্থান। এখানে বহু কষ্টে জামাতকে থামানো গেছে কিন্তু মির্জা ফখরুল নির্বাচনী মাঠে নামলেই জামাত বেকে বসতে পারে। সেক্ষেত্রে বুলবুলের জন্য তা বিপদজনক হয়ে উঠতে পারে। একারণেই রাজশাহীতে মেয়র প্রার্থী বুলবুল, বিনয়ের সঙ্গে মির্জা ফখরুলকে রাজশাহীতে আসতে বারণ করেছেন।

বরিশালের ঘটনা অবশ্য ভিন্ন। বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মুজিবর রহমান সরোয়ারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্ক ভালো না। তাদের দ্বন্দ্ব প্রকাশ্য। মির্জা ফখরুল বরিশালে বর্তমান মেয়র আহসান হাবিব কামালকে আবার মনোনয়ন দেওয়ার পথে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সরোয়ারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেন। তাই, বিএনপি মহাসচিব বরিশালেও অনাহূত।

তাই আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে নিষিদ্ধ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে ছাড়াই তিন সিটিতে নির্বাচনে নামছে বিএনপি।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭