ইনসাইড ইকোনমি

বছরে ৮৪ হাজার কোটি টাকা রেমিটেন্স যাচ্ছে ভারতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/07/2018


Thumbnail

বাংলাদেশ থেকে ২০১৭ সালে এক হাজার কোটি ডলার রেমিটেন্স নিয়ে গেছে ভারত। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৮৪ কোটি টাকা। গত সোমাবার ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স উৎসের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। এখানে কর্মরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক এই অর্থ তাদের দেশে পাঠিয়েছে। তবে এই অর্থের বেশিরভাগই অবৈধ উপায়ে ভারতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশ থেকে ভারতে রেমিটেন্স যায় ৮৩২ কোটি ডলার। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ৪৫০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, দেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এভাবে চলে যাওয়ায় মুদ্রার মজুদে স্থবিরতা সৃষ্টি হচ্ছে। ২০১৬ সালে বৈদেশিক মুদ্রার মজুদ ৩৩ বিলিয়ন ডলার হলেও পরের তিন বছর তা বৃদ্ধি পায়নি। ফলে রপ্তানি আয় ৭ ভাগ বৃদ্ধি পেলেও একই সময়ে বৈদেশিক মুদ্রার আয় সামান্য কমেছে।


বাংলা ইনসাইডার/ বিপি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭