ইনসাইড পলিটিক্স

‘জামাতকে ধ্বংস করতে ভারতের সঙ্গে আঁতাত বিএনপির’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/07/2018


Thumbnail

বিএনপি এবং ঐ দলের নেতা তারেক জিয়াকে জামাত ‘মিথ্যাবাদী’ বলেছে। জামাত নেতারা বলছে, ‘মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যাবাদীরা ইসলামের শত্রু।’  জামাতের নেতা আব্দুল হালিম গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জামাতের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রয়েছেন।’ তিনি বলেছেন, ‘বিএনপির গুলশান অফিসে ২০ দলীয় জোটের বৈঠকে আমি উপস্থিত ছিলাম। কতিপয় মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিকর রিপোর্টে আমি বিস্ময় প্রকাশ করছি।’

গতকাল ২০ দলের বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে দাবি করেন যে, ২০ দল একক প্রার্থীর ব্যাপারে ঐক্যমত হয়েছে। কিন্তু বৈঠকে উপস্থিত জামাতের কেন্দ্রীয় নেতা ঐ বক্তব্যকে প্রকাশ্য বিবৃতি দিয়ে নাকচ করে দিয়েছেন। জামাতের নেতা আব্দুল হালিম বলেছেন, ‘সিলেটে আমাদের প্রার্থী আছেন। এনিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

এর আগে গতকাল বিকেলে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ফোন করেন জামাতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে। তারেক জামাত নেতাকে সিলেট থেকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করলে ডা. শফিক তা প্রত্যাখ্যান করেন। জামাতের ওই নেতা বলেন, `আপনারা মিথ্যুক দল। বিপদে পড়লে আমাদের খোঁজ নেন। প্রয়োজনে পা ধরেন। ডা. শফিক তাঁকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, সিলেটে মেয়র প্রার্থী জামাত থেকে হবে, এই অঙ্গীকার ২০১৩ সালে আপনি করেছিলেন। তখন আপনি বলেছিলেন, পরের বার সিটি নির্বাচনে অবশ্যই ২০দল জামাতের প্রার্থীকে সিলেটে মেয়র পদে মনোনয়ন দেবে। এখন আবার আপনারা অন্য কথা বলছেন।’

একাধিক সূত্র বলছে, ডা. শফিক অভিযোগ করেছেন যে, জামাতকে ধ্বংস করতে বিএনপি ভারতের সঙ্গে আঁতাত করেছে। তিনি তারেককে বলেন, ‘বাংলাদেশে বিএনপি ধ্বংস হতে পারে, বিলীন হতে পারে, জামাত নয়।’

তারেক জামাত নেতার কাছে ক্ষমা চান। মাফ চান। তবুও সিলেট সিটি কর্পোরেশনে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সেটি সম্ভব না। আমাদের কর্মীরা চাইছে নির্বাচনে থাকতে। এটা আমাদের অস্তিত্বের জন্য দরকার।’

একাধিক সূত্র বলছে, গতকাল ২০ দলীয় জোটের বৈঠকে কেবল একক প্রার্থিতার ব্যাপারে ঐক্যমত হয়েছে। একক প্রার্থী কারা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। যোগাযোগ করা হলে ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেন, ‘হ্যাঁ, এমনটাই সিদ্ধান্ত হয়েছে।’ তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আবার বসছি, আশা করি আমরা সমঝোতায় পৌঁছুতে পারব। শেষ পর্যন্ত জামাত প্রার্থিতা প্রত্যাহার করবে।’

তবে জামাতের কেন্দ্রীয় নেতা আবদুল হালিম বলেছেন, ‘আমরা সিলেটে থাকছি। এটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত। এ থেকে সরে আসার সুযোগ নেই।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭