ইনসাইড বাংলাদেশ

‘মেধা বিকাশের সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেধা বিকাশের সুযোগ করে দেওয়া দেশের সরকারের দায়িত্ব। আজ রোববার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী সেরা ১২ জন মেধাবীর মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

জাতীয় পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৮ তে অংশগ্রহণ করে মোট ১০৮ জন শিক্ষার্থী। এদের মধ্য থেকে ৩টি বিভাগে ৪টি বিষয়ে মোট ১২ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। তবে এই ১২ জনের সঙ্গে অংশগ্রহণকারী বাকি ৯৬ জনকেও পুরস্কৃত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আরও উপস্থিত ছিলেন পুরস্কারের জন্য মনোনীত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭