টেক ইনসাইড

গাছেরও আছে যোগাযোগ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/07/2018


Thumbnail

শুধুমাত্র প্রানীরাই নয়, উদ্ভিদও পারে একে অপরের সাথে যোগাযোগ করতে। এমন তথ্যই দিয়েছেন উদ্ভিদ বিজ্ঞানীদের একটি দল।

পারস্পারিক যোগাযোগের জন্য মাটির নীচের ছত্রাকের নেটওয়ার্ক ব্যবহার করে উদ্ভিদ। এই ছত্রাকগুলো গাছের মূলের কাছাকাছি জন্মায়। এর মাধ্যমে এরা একে অন্যের সঙ্গে কথা বলে, এমনকি নিজেদের শক্তি ও পুষ্টি আদান-প্রদানও করে। বিজ্ঞানীরা এই ছত্রাক নেটওয়ার্কের নাম দিয়েছেন -উড ওয়াইড ওয়েব।

উড ওয়াইড ওয়েবের মাধ্যমে কিছু কিছু উদ্ভিদ বিপদ থেকে একে অন্যকে সাবধানও করে দেয়। কখনও আবার পুষ্টি বিতরণ করে বাঁচতে সাহায্য করে চারাগাছকে।

উদ্ভিদের এই যোগাযোগ ব্যবস্থাকে বিজ্ঞানীরা ইন্টারনেটের সঙ্গেই তুলনা করছেন। তাঁরা বলছেন, আগে যেমন ধারণা করা হয়েছিল, উদ্ভিদের এই নেটওয়ার্ক তার চেয়ে বেশি শক্তিশালী।

কোনো কোনো গাছ কিছুটা হিংস্রও হয়ে থাকে। তারা অন্য গাছের শক্তি ও পুষ্টি নিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।


সূত্রঃ বিবিসি
বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭