কালার ইনসাইড

থাইল্যান্ডের ‘গুহাবন্দি’ শিশুদের নিয়ে হলিউডে চলচ্চিত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2018


Thumbnail

গতকাল (১০ জুলাই) উদ্ধার হলো চিয়াং রাই প্রদেশে বিপদসংকুল থাম লুয়াং গুহাটিতে বেড়াতে গিয়ে আটকা পড়ে ১২ শিশু ও তাদের ফুটবল কোচ। গুহাটির কয়েক কিলোমিটার ভেতরে দুই সপ্তাহের বেশি সময় আটকে ছিলেন তাঁরা।

অস্ট্রেলিয়ার এক নিউজ সাইট জানায়, মু পা একাডেমির খুদে খেলোয়াড় ও তাদের কোচকে নিয়ে একটি সিনেমার গল্প সাজানো হচ্ছে। খুব শীঘ্রই এর শুটিং শুরু হবে। হলিউডের শীর্ষ তারকাদের নিয়ে বিগ বাজেটের হবে ছবিটি।

ছবির গল্পে বিদেশি উদ্ধারকর্মী, থাই নৌবাহিনী, আটকে পড়া খুদে ফুটবলার, তাদের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট অনেকের সাক্ষাতকারও থাকবে।

এমন সময়ে ছবি বানানোর ঘোষণা! অনেকেই আশ্চর্য্য হয়েছেন। কিন্তু ছবির প্রযোজক স্মিথ বলেন, ‘অন্য প্রযোজনা সংস্থা এমন কাজের ঘোষণা দেওয়ার আগেই আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়ে দিলাম। যাতে কোন আইনি জটিলতায় না পড়তে হয়’।



বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭