ইনসাইড বাংলাদেশ

অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা পৌঁছে দিয়ে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনশন ভাঙিয়েছেন চার বিশিষ্টজন। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের অনুরোধে টানা ৩২ দিনের বেশি সময় ধরে অবস্থান কর্মসূচিসহ ১৭ দিনের আমরণ অনশন ভাঙলেন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

আজ বুধবার বিকেল ৩টায় অধ্যাপক ড. আনিসুজ্জামান জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের পানি ও ফলের রস পান করিয়ে অনশন ভাঙান। এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাতীয় জাদুঘরের দুই ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী ও সারোয়ার আলী উপস্থিত ছিলেন।

ড. আনিসুজ্জামান বলেন, তিনি তাদের সহকর্মী হিসেবে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে বিবৃতি দিয়েছেন তাতেই সফলতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে অনশন ভেঙে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন ড. আনিসুজ্জামান।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭