ওয়ার্ল্ড ইনসাইড

ইরানে বাস-ট্যাংকার সংঘর্ষে ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2018


Thumbnail

ইরানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে আলকাতরা বাহী ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ইরানের সানান্দাজ শহরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির হাইওয়ে পুলিশ জানায়, তেহরান থেকে ৪০০ কিলোমিটার দূরে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা এক বাসের ওপর ট্যাংকারটি উঠে যায়। তৎক্ষণাৎ দুটি গাড়িতেই আগুন ধরে গেলে এ দুর্ঘটনায় নিহত হয় ১২ জন বাসযাত্রী ও ট্রাক চালক।এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের আরও কয়েকটি যানবাহন।

১৩ জনের নিহতের ঘটনায় ইরানের কুর্দিস্তান প্রদেশ তিন দিনের শোক ঘোষণা করেছে।

ইরানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি। দেশটির এক প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর ইরানে ২০ হাজারেরও বেশি নিহত হয়, আহতের সংখ্যা আরও বেশি।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭