ইনসাইড বাংলাদেশ

হলমার্কের চেয়ারম্যানের তিন বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2018


Thumbnail

সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।

আজ বুধবার ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। জেসমিন ইসলামের উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন।

২০১৩ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) জেসমিন ইসলামকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ দেয়। গত ২৪ নভেম্বর জেসমিন ইসলাম তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন। পরে সাতদিন সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় গত ১১ ডিসেম্বর দুদক রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে। ঐ মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে আজ এ রায় দেওয়া হয়।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭