ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে লন্ডনে পাকিস্তান হাইকমিশন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/03/2017


Thumbnail

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার জন্য দায়ী ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিচারের জন্য বাংলাদেশে হস্তান্তর, পাকিস্তানে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোসহ বিভিন্ন দাবিতে ব্রিটেনে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাঙালিরা লন্ডন্থ পাকিস্তান হাইকমিশন ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার লন্ডন সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  সাউথ ওয়েস্ট লন্ডনের ৩৪-৩৬ লোন্ডেস স্কয়ারে পাকিস্তান হাইকমিশনের সামনে অবস্থান করে প্রতিবাদকারীরা এসব দাবি জানান। যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ইউকে, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা, গণজাগরণ মঞ্চ ইউকে, প্রজন্ম একাত্তর ও বাংলাদেশ হিউম্যান রাইট কাউন্সিল ইউকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদকারীরা সমবেত হন। যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ইউকের প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি ড. আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের মুখপাত্র অজয়ন্তা দেব রায়, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের সিনিয়র সহ-সভাপতি সরদার বাতিরুল হক, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সেক্রেটারি হাজী আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেত্রী রাহেলা শেখ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি আলিমুজ্জামান প্রমুখ।

সমাবেশে বক্তারা ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত ১৯৫ জন পাকিস্তানি চিহ্নিত যুদ্ধাপরাধীকে বাংলাদেশের কাছে বিচারের জন্যে হস্তান্তর, বাংলাদেশের ন্যায্য হিস্যা ফেরত ও পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা উগ্রবাদী জঙ্গিসংগঠনগুলোর কার্যক্রম বন্ধ করতে পাকিস্তানকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব সংগঠনের সদস্যরা পাকিস্তানসহ সমগ্র সাউথ এশিয়ার জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সংগঠনের দ্বারা শুধু পাকিস্তানই নয় প্রতিবেশী ভারত এবং বাংলাদেশ আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে আটকে পড়া হাজার হাজার বিহারিকে এ বছরের মধ্যে ফিরিয়ে নেওয়ার দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী যেভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল ঠিক একই কায়দায় বেলুচিস্তানে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, এসব হত্যাকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে। সমাবেশ শেষে প্রতিবাদকারীরা লন্ডনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সাঈদ ইবনে আব্বাস বরাবর এসব দাবির পক্ষে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন লন্ডনস্থ পাকিস্তান মিশনের প্রেস উইংয়ের কর্মকর্তা মনির আহমদ।


বাংলা ইনসাইডার/এএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭