ইনসাইড বাংলাদেশ

তিন সিটিতে থাকবে ৪৪ প্লাটুন বিজিবি এবং অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2018


Thumbnail

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের খসড়া পরিকল্পনা গ্রহণ করেছে ইসি। পরিকল্পনা মতে রাজশাহীতে ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেটে ১৪ প্লাটুনসহ মোট ৪৪ প্লাটুন বিজিবি নিয়োগ করা হবে। আর তিন সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

অন্যান্য খবর:

হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর প্রধানমন্ত্রী হজযাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেন।

ইবির বিতর্কিত নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিতর্কিত শিক্ষক নিয়োগ বোর্ড স্থাগিত করেছে প্রশাসন। সোমবার (৯ জুলাই) রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগেও নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, ইউজিসির তদন্ত কমিটি, চাকরি প্রত্যাশী ছাত্রলীগ কর্মীদের বাধাসহ বিভিন্ন কারণে একাধিক বার ওই বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত হয়েছে।

হলমার্কের চেয়ারম্যানের তিন বছরের সশ্রম কারাদণ্ড

সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। আজ বুধবার ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার পর সম্রাটের আত্মহত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর সম্রাট মিয়া নামে এক ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ঘর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। করিমগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা পৌঁছে দিয়ে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনশন ভাঙিয়েছেন চার বিশিষ্টজন। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের অনুরোধে টানা ৩২ দিনের বেশি সময় ধরে অবস্থান কর্মসূচিসহ ১৭ দিনের আমরণ অনশন ভাঙলেন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

বাংলা ইনসাইডার/ বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭