ইনসাইড গ্রাউন্ড

অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়া-ইংল্যান্ড সেমিফাইনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

ফাইনালের জন্য লড়ছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। শুরুতে ইংল্যান্ড ট্রিপিয়ের দুর্দান্ত ফ্রি-কিকের গোলে এগিয়ে যায়।  এরপর সমতায় ফিরতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়ে যাচ্ছিলো মদ্রিচরা। তাই  ফুটবলদেবতা হতাশ করেননি ক্রোয়েশিয়াকে। ৬৮ মিনিটে পেরিসিচের গোলে সমতায় ফেরে তাঁরা। এরপর নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা তিন মিনিটে কেউ গোল করতে না পারলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

এর আগে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল ইংলিশরা। ম্যাচ ঘড়ির সময় পেরিয়েছে তখন মোটে ৫ মিনিট, ওই সময়ই ইংল্যান্ডকে লিড এনে দেন ট্রিপিয়ার। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া চমৎকার ফ্রি কিক জালে জড়িয়ে গ্যালারিতে আনন্দের ঢেউ তোলেন তিনি। প্রথমার্ধ এগিয়ে থেকেই শেষ করে ইংলিশরা।  

বিরতিতে থেকে ঘুরে এসে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। কিন্তু ইংল্যান্ডের জমাটবাধা রক্ষণের সামনে সুবিধা করতে পারছিল না। অবশেষে ৬৮ মিনিটে পেরিসিচের চমৎকার গোলে খেলায় ফেরে ক্রোয়েটরা। এরপর নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা তিন মিনিটে কেউ গোল করতে না পারলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭