ইনসাইড আর্টিকেল

শুভ জন্মদিন, পাবলো নেরুদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

বিপ্লব ও প্রেমের কবি পাবলো নেরুদার ১১৪তম জন্মদিন আজ। ১৯০৪ সালের আজকের দিনে চিলির পাররাঙ্গল গ্রামে জন্মগ্রহন করেন তিনি। একাধারে কবি ও রাজনীতিবিদ পাবলোর প্রকৃত নাম ছিল নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। কৈশোরে তিনি পাবলো নেরুদা ছদ্মনামটি গ্রহণ করেন এবং পরবর্তীতে এই নামেই পরিচিতি লাভ করেন।

মাত্র তেরো বছর বয়েসেই নেরুদার লেখা ছাপা হতে শুরু করে। কথিত আছে কাব্যচর্চার কারণে পাবলোর বাবা তাকে হাতখরচ বন্ধ করে দিয়েছিলেন। ১৯২৩ সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। ১৯২৬ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস।

পাবলো নেরুদাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী লেখক মনে করা হয়। ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পান তিনি।

১৯২৭ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত নেরুদা তৎকালীন বার্মা, শ্রীলঙ্কা, জাভা, সিঙ্গাপুর, আর্জেন্টিনা ও স্পেনে চিলি সরকারের কূটনীতিক হিসেবে কাজ করেছেন। এছাড়া চিলির কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই কবি।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭