ওয়ার্ল্ড ইনসাইড

গুহা থেকে উদ্ধার থাই কিশোরদের প্রথম ভিডিও প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

থাইল্যান্ডে গুহাবন্দী কিশোর ফুটবল দলটিকে উদ্ধারের পর প্রথম ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে ১২ কিশোর ও তাদের কোচকে হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। সেখানে দায়িত্বরত সেবিকার সঙ্গে কথা বলতে এবং হাসতেও দেখা গেছে কিশোরদের।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহা পরিদর্শনে গিয়ে গত ২৩ জুন নিখোঁজ হন ওই ১৩ জন। অবিরাম বৃষ্টি ও বন্যায় গুহার প্রধান প্রবেশ পথে পানি জমে যাওয়ায় তারা সেখানে আটকে পড়ে। নয়দিন অনিশ্চয়তার মধ্যে থাকার পর স্থানীয় সময় গত ২জুলাই তাদের সন্ধান পায় উদ্ধারকারী দল। এরপর তিন দিনের এক শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয় তাদের। কিন্তু উদ্ধারের পরই তাদের হাসপাতালে নেওয়া হয়। গণমাধ্যমে তাদের কোনো ছবি প্রকাশ করা হচ্ছিল না। এমনকি পরিবারের কারো সঙ্গেও দেখা করতে দেয়া হচ্ছিল না তাদের। এরপর গতকালই প্রথমবারের মতো ফুটবল দলটিকে দেখতে পেল বিশ্ব।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭