ওয়ার্ল্ড ইনসাইড

বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের বিশেষ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

মিয়ানমার সরকার বিভিন্ন শ্রেণীর ক্ষুদ্র জাতি গোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে গত বুধবার মিয়ানমারের রাজধানীতে ‘একুশ শতকের পাংলং’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করা হয়।

দেশটির নেত্রী অং সান সুচি ও সেনাপ্রধান মিন অং হ্লান উপস্থিত থেকে পাঁচদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। দীর্ঘদিনের বিদ্রোহ আর সহিংসতা ভুলে মিয়ানমারের সরকার দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে নতুন করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা করবে বলেই সমালোচকরা মনে করছেন।

অবশ্য বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এটি তৃতীয় বৈঠক। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে দু’বার বিদ্রোহী দলগুলোর সঙ্গে শান্তি আলোচনায় বসা হলেও, কোনো বৈঠকই এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

দীর্ঘ সময় ধরে মিয়ানমার সরকারের সঙ্গে সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলোর বিদ্রোহ চলছে। অং সান সুচির দল সরকার গঠনের পর শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭