ইনসাইড বাংলাদেশ

কর্নেল অলির উপর বিএনপির হামলা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে চান্দিনা পৌরসভায় রেদোয়ান আহমেদ কলেজের প্রবেশ সড়কে এ ঘটনা ঘটে। কর্নেল অলি চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের একটি নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পিছন থেকে হামলা করা হয়। এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

একাধিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই কর্নেল (অব.) অলি আহমেদের উপর বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিল। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের শরিক হলেও কিছুদিন ধরে দলটির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন কর্নেল অলি। এমনও কথা শোনা যাচ্ছিল, তিনি ১৪ দলীয় মহাজোটে যোগ দিতে পারেন। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে দেখতে যান কর্নেল (অব.) অলি আহমেদ। এরপর থেকেই বিএনপির নেতাকর্মীরা কর্নেল (অব.) অলি আহমেদের উপর ক্ষুব্ধ ছিল।

এই পরিপ্রেক্ষিতে কুমিল্লার চান্দিনায় কর্নেল অলির উপর হামলা বিএনপির নেতাকর্মীরাই করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা ইনসাইডার/জেডএ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭