ইনসাইড বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখছেন মালয়েশিয়ান প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষেই তিনি কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

এই সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনের পাশাপাশি মালয়েশিয়ার অর্থায়নে সেখানে স্থাপিত হাসপাতাল পরিদর্শন করবেন মালয়েশিয়ান প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় মালয়েশিয়া ত্রাণ ও দাতব্য স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এই সফরের আয়োজন করেছে।

এর আগে ৫ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশি রাষ্ট্রদূত মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেসময় হাজি মোহাম্মদ বিন সাবু বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন তিনি। এরপরই তিনি আশ্রিত রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফর করলেন।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭