ইনসাইড বাংলাদেশ

নেত্রকোনায় পিতা-পুত্রকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

নেত্রকোনার আটপাড়ায় পিতা ও পুত্রকে হত্যা মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতেই জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিন, সাবাস খা, ছদ্দু মিয়া, কমল খা এবং আলা উদ্দিন খা।

পূর্ব শত্রুতার জের ধরে ধরে ২০১১ সালের ২৭ মার্চ সকালে নিহত পিতা-পুত্র তাজুল ইসলাম ও সুমন মিয়ার দুবিলা বিল থেকে বাড়ী ফেরার সময় আসামিরা পথরোধ করে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পিতা ও পুত্র মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭