ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে পেনাল্টি, ফ্রি-কিকের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

প্রতিপক্ষকে আটকাতে গিয়ে কতই না পরিকল্পনা করতে হয় কোচদের। জটিল সব পরিকল্পনায় দলগুলো কাবু হওয়া নিত্যদিনের ঘটনা। কিন্তু রাশিয়া বিশ্বকাপ চমকের বিশ্বকাপ। এখানে জটিল সব পরিকল্পনা কোন দলই ধার ধারছে না। কর্নার, ফ্রি কিক, পেনাল্টি অর্থাৎ সেট পিস থেকে হচ্ছে একের পর এক গোল।

গতকাল ইংল্যান্ডের গোলসহ মোট ৭০টি গোলই এসেছে সেট পিস থেকে। সেই হিসেবে এবারে বিশ্বকাপে মোট ১৬১টির গোলের প্রায় ৪৫ ভাগ গোলই হয়েছে সেট পিস থেকে।

কোয়ার্টার ফাইনালে ১১টি গোলের ৫টি গোলই হয়েছে সেট পিস থেকে। এর আগের বিশ্বকাপগুলোতে সর্বোচ্চ সেট পিস থেকে গোলের সংখ্যা ছিল ৩৬ ভাগ। ১৯৯৮ সালের বিশ্বকাপেই সেট পিস থেকেই সর্বোচ্চ গোল হয়েছিল। এর আগের বিশ্বকাপ অর্থাৎ ১৯৯৪ সালে সেট পিস থেকে গোল হয়েছিল ৩৩ ভাগ। ২০১৪ বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পথে ২৭.৮ শতাংশ গোল করেছে এই সেট পিস থেকেই।

এবারের বিশ্বকাপে দুর্বল দলগুলোই তুলনামূলক ভাবে বেশি সেট পিস থেকে গোল করেছে। র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা স্বাগতিক রাশিয়া তাঁদের করা ১১টি গোলের মধ্যে ৫টি গোলই করেছে সেট পিস থেকে। ২৮ বছর পর সেমি-ফাইনাল খেলা ইংল্যান্ডের ৮টি গোলই হয়েছে সেট পিস থেকে।

বাংলা ইনসাইডার/এসএকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭