ইনসাইড বাংলাদেশ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2018


Thumbnail

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ। রোমানিয়ায় অনুষ্ঠিত অলিম্পিয়াডের ৫৯তম আসরে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী এ স্বর্ণপদক জয় করেন।

মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পেয়ে জাওয়াদ এই স্বর্ণপদক জয় করেন। এছাড়াও বাংলাদেশ দল ৩টি ব্রোঞ্জপদক ও ২টি অনারেবল মেনশন অর্জন করেছে।

দলের সদস্য জয়দীপ সাহা (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, তাহনিক নূর সামিন (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, রাহুল সাহা (ঢাকা কলেজ) অনারেবল মেনশন ও সৌমিত্র দাস (পুলিশ লাইনস হাইস্কুল, ফরিদপুর) অনারেবল মেনশন অর্জন করেছেন।

২০১৮ সালের ৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু হয়। এ বছর অংশ নেন ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী।

বাংলা ইনসাইডার/বিপি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭