ইনসাইড বাংলাদেশ

পাবনাবাসীকে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/07/2018


Thumbnail

রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন, পাবনাবাসীর স্বপ্নের রেললাইন উদ্বোধন, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ রোগী ধারণক্ষমতা সম্পন্ন নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনসহ ছোটবড় ৪৯ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাবনাবাসীর জন্য এগুলো তিনি উপহার হিসেবে নিয়ে এসেছেন।

আজ শনিবার পাবনা পুলিশ লাইন মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।

এর আগে পাবনায় ৫০০ বেডের হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বেলা ১২টার দিকে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষা ও মহাকাশশিল্প বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭