ইনসাইড বাংলাদেশ

‘আ. লীগ জানে কীভাবে মানুষের উন্নয়ন করতে হয়’   

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কাছে কিছু চাইতে হবে না, আওয়ামী লীগ জানে কীভাবে মানুষের উন্নয়ন করতে হয়। ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রতিটি গ্রামকে নগরের মতো উন্নত করা হবে।’   

শনিবার পাবনায় পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে একথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশ, কারও কাছে ভিক্ষা নিয়ে চলবো না। জাতির পিতা বলেছিলো, সাড়ে সাত কোটি মানুষকে কেউ দাবায়া রাখতে পারবা না। বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই, ভবিষ্যতেও কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা জাতির পিতার স্বপ্ন অবশ্যই পূরণ করবো।’

শেখ হাসিনা বলেন, ‘আমার চাওয়া পাওয়ার আর কিছুই নেই। ‘আমি সব হারিয়েছি, এখন শুধু আপনাদের জন্যই কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই।’  

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি দেশকে ধ্বংস করতে জানে, কিছু দিতে জানে না। আপনারা জানেন এতিমের টাকা মেরে খাওয়ার বিষয়ে কোরআন শরীফেও নিষেধ আছে। এতিমের টাকা আত্মসাৎ করতে গিয়ে ধরা পড়েছে। এখন জেল খাটছে। আওয়ামী লীগ মানুষকে দিতে জানে। আর বিএনপি জানে হত্যা, খুন ও ধর্ষণ। কই আমরা তো প্রতিশোধ নিতে যাইনি। আমরা প্রতিটা সময় মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি।’     

অভিভাবক-শিক্ষক এবং আলেম-ওলামা ও সমাজের সচেতন মানুষদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। আপনাদের কাছে সহযোগিতা চাই। মাদক একটা পরিবারকে ধ্বংস করে, আর সন্ত্রাস ও জঙ্গিবাদ একটা দেশকে ধ্বংস করে। আপনারা লক্ষ্য রাখবেন আপনার ছেলে-মেয়েরা কোথায় যায়, কার সঙ্গে মেশে। জঙ্গিবাদ-সন্ত্রাসের দিকে কেউ যেন না যায় সে দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা চাই।’  

পাবনাবাসীর উদ্দেশ্যে বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা আপনাদের জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছি। আপনারা নৌকায় ভোট দিয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। নৌকায় ভোট দিয়েছেন বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। নৌকায় ভোট দিয়ে মাতৃভাষার অধিকার পেয়েছি, নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা যদি আবার নৌকায় ভোট দেন তাহলে আমরা ক্ষমতায় আসবো। আবার আপনাদের সেবার সুযোগ পাবো।   

জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিমসহ আরও অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।।

এর আগে পাবনায় ৫০০ বেডের হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বেলা ১২টার দিকে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষা ও মহাকাশশিল্প বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭