ইনসাইড বাংলাদেশ

‘আমার নিরাপত্তা প্রদানকারীদের জন্য দোয়া করি’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার উপর হামলা তো কম হয়নি। অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। ফজরের নামাজ পড়ে আমি সবার জন্য দোয়া করি। সন্তানদের জন্য যেমন দোয়া করি, তেমনি দোয়া করি দেশবাসীর জন্য। আরও দোয়া করি আমার নিরাপত্তা প্রদানকারীদের জন্য। আমার জন্য কারও যেন কোনো ক্ষতি না হয় সেই দোয়া করি।’ 

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। বেলা সোয়া ১ টার দিকে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী

৩২ বছর আগে ১৯৮৬ সালের ১৫ জুন এএসএফ প্রতিষ্ঠিত হয়। আজ সংস্থাটির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এসএসএফ বেসামরিক প্রশাসন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাধন করে দেশ ও দেশের বাইরে উল্লেখযোগ্য ব্যক্তিদের শারীরিক নিরাপত্তায় এবং যেকোনো ধরনের হুমকি থেকে রক্ষা ও সেগুলো প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়াও তারা অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়ি ও অফিসে নিরাপত্তা দিয়ে থাকে।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭