টেক ইনসাইড

ফেসবুক আইডি যদি হ্যাক হয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2018


Thumbnail

প্রায়ই শোনা যায় আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আমাদের অজান্তেই আইডি থেকে অন্যকে বিভ্রান্ত করে তোলা হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারিনা যে আইডি হ্যাক হয়েছে। ফলে বিপাকে পড়ে যেতে হয়, এই অবস্থা থেকে বের হয়েও আসতে পারিনা আমরা। তাই আজই জেনে নিন আইডি হ্যাক হলে কীভাবে বুঝবেন এবং করবেন:

কীভাবে বুঝবেন

আপনার আইডি হ্যাক হলে আপনি চাইলেই বুঝতে পারবেন। যদি দেখেন আপনার কোনো ফেসবুক বন্ধু আপনাকে বলছেন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো খারাপ পর্ন লিঙ্ক পোস্ট করা হচ্ছে তাহলে বুঝবেন কেউ হ্যাক করে ফেলেছে আপনার আইডি। সেটা দিয়ে আপনাকে ব্লাকমেইলের জন্য সে দৃষ্টিকটূ ছবি, ভিডিও বা লেখা পোস্ট করছে আপনার আইডি থেকে।

এরপর আপনার আইডি থেকে যদি অপ্রত্যাশিত কোনো মেসেজ আপনার বন্ধুদের কাছে যেতে থাকে, তাহলে বুঝবেন আইডি হ্যাক হয়েছে। মেসেজে অনেকে আবার বিভিন্ন সাহায্য বা আবেগীয় কথাবার্তা বলেও সমস্যা তৈরি করতে পারে।

আবার যদি দেখেন আপনার আইডির তথ্যগুলো নিজে থেকে বদলে যাচ্ছে, সেক্ষেত্রে সাবধান হোন। কেননা এর মানে হলো অন্য কেউ আপনার আইডিতে ঢুকেছে।

মাথায় রাখবেন একটা বিষয়

আপনি যতবার ফেসবুক আইডিতে লগ-ইন করেন, ততবারই ফেসবুকে সেই সেশনটা নোট করা হয়। যেমন আপনি কোথা থেকে প্রোফাইল খুলেছেন, কখন খুলেছেন ইত্যাদি। সেটা দেখার দেখার জন্য প্রথমে সেটিংসে যান। সেখান থেকে Security and Login এ গিয়ে তারপর Where You`re Logged In অপশনটি দেখুন। এখানে গেলেই যাবতীয় তথ্য পাওয়া যাবে। যদি দেখেন আপনি ওই একই সময়ে আইডি লগ-ইন করেননি, তখন বুঝবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে বা হ্যাক হয়ে গেছে। করা হয়েছে।

আইডি হ্যাক হলে করণীয়:

বদলে ফেলুন পাসওয়ার্ড

যদি বোঝেন আইডি হ্যাক হয়েছে, তখনই পাসওয়ার্ড বদলে ফেলুন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড বদলে ফেলে তাহলে লগ-ইন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি Forgot Password-এ ক্লিক করে ইমেইলে জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে তারপর পাসওয়ার্ড বদলান। পাসওয়ার্ড বদলাতে হলে প্রথমে সেটিংসে যান। এরপর Security and Login থেকে Login অপশনে গিয়ে Change password ক্লিক করুন। তারপর Edit অপশনে গিয়ে সেট করুন পাসওয়ার্ড।

রিপোর্ট করুন

সবার আগে ফেসবুককে জানান আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বা অন্য কেউ সেটি ব্যবহার করছে।  আর এর জন্য যে ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট লগ-ইন করছেন সেখানে অন্য ট্যাব খুলে টাইপ করুন Facebook Help Center। সেখানে যে পেজটি খুলবে সেখানে Security-i মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। যেটি সব থেকে ঠিক মনে হবে সেটি ক্লিক করে রিপোর্ট জানান ফেসবুককে।

ড্যামেজ কন্ট্রোল

ফেসবুকে রিপোর্ট করার পরে আইডিতে থাকা বন্ধুদের জানান। যদি প্রত্যেককে আলাদা করে জানানো সম্ভব না হয় তবে ওয়ালে লিখে পোস্ট করে সবাইকে জানান যে, আপনার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনো লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করে কেউ। সেটা ব্লক করে ফেসবুকের কাছে Report Spam করতে বলুন সবাইকে।

সন্দেহজনক অ্যাপ মুছে ফেলুন

অনেক সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করে যখন কোনো অ্যাপ খোলেন তখন এমনিতেই সেটা আপনার অ্যাকাউন্টের অ্যাপ লিস্টে অ্যাড হয়ে যায়। সেই অ্যাপ থেকেও অনেক সময় আপনার ব্যক্তিগত তথ্যাদি পাচার হয় এবং হ্যাকারদের হ্যাক করতে সুবিধা হয়। ফলে সন্দেহজনক কোনো অ্যাপ চোখে পড়লেই সেটা ডিলিট করুন। এজন্য প্রথমে সেটিংসে গিয়ে Apps and Websites এ যান। সেখানে অ্যাপ লিস্ট পাওয়া যাবে। সেখান থেকেই মুছে ফেলুন।

আর সবসময় সাবধানে থাকুন

এমনটা ঘটলে বা আর কারো এমন ঘটেছে শুনতে পারলে অবশ্যই সাবধান হয়ে যায়। কোনো অপরিচিত কারো কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। আর বর্তমান ফ্রেন্ডলিস্টে থাকা সন্দেহভাজন বন্ধুকে বাদ দিয়ে দিন।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭