ইনসাইড ক্যারিয়ার

প্রাথমিকে নিয়োগ পাচ্ছে ১২ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/07/2018


Thumbnail

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের চাহিদা পূরণের লক্ষ্যে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত নিয়োগ প্রকাশিত হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘শিক্ষক নিয়োগের প্রাথমিক কার্যক্রম শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুযায়ী, দেশে মোট ২৩ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ব্যাপক শূন্য পদ পূরণের লক্ষেই এ নিয়োগ দিচ্ছে সরকার।

পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করেই এ নিয়োগ প্রকাশিত হতে যাচ্ছে। নতুন নিয়োগ নীতিমালার কাজ সম্পন্ন না হওয়ার কারণে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পূর্ব নিয়ম অনুযায়ী চলবে। আগের নিয়ম অনুযায়ী, মহিলা আবেদন প্রার্থীরা ৬০% কোটার অন্তর্ভুক্ত থাকবে।

ইতিমধ্যে ১০ হাজার শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী অক্টোবরের মধ্যেই দীর্ঘ সময় ধরে প্রক্রিয়াধীন ১০ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা যায়।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭