ইনসাইড ট্রেড

পয়সা থেকে টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/03/2017


Thumbnail

পয়সা থেকে টাকা
ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব।
বাবা : কীভাবে?
ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে…

আবার নাকি স্কুলে যেতে হবে
স্কুলের প্রথম দিনে ছেলে বাড়ি ফিরল। বাবা আদর করে কাছে ডেকে বললেন, স্কুলে কি শিখলে বাবা ?
ছেলে বলল, কিছুই না। আবার নাকি কাল যেতে হবে।

কিনে পাঠিয়ে দিয়েছে
হোস্টেলে নিজের ঘরে ঢুকেই গলা ছেড়ে কাঁদতে শুরু করল এক ছাত্রী। বন্ধুরা এগিয়ে এল তাকে সামলাতে।
বন্ধুরা -কী হয়েছে তোর?
ছাত্রী -আর বলিস না, আমি বাবাকে বলেছিলাম কম্পিউটার কেনার টাকা পাঠাতে।
বন্ধুরা -বাবা টাকা পাঠায়নি বলে কাঁদছিস?
ছাত্রী -তাহলে তো ভালোই হতো। বাবা কম্পিউটারের টাকা না পাঠিয়ে একটা কম্পিউটারই কিনে পাঠিয়ে দিয়েছে!

বাংলা ইনসাইডার/এমএ


 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭