ইনসাইড আর্টিকেল

এশিয়ার শীর্ষ ১০ ধনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/07/2018


Thumbnail

ব্লুমবার্গ বিলিয়নিয়ারের সূচক অনুযায়ী বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ভারতের মুকেশ আম্বানি। এর আগে ২০১৪ সালের পর থেকে শীর্ষ ধনীর স্থানটি দখল করে রেখেছিল আলীবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মা। তবে এ তালিকাটি কিন্তু প্রায়ই পরিবর্তন হয়। আসুন তবে জেনে নেওয়া যাক এশিয়ার অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী শীর্ষ ১০ ধনী ব্যক্তিদের সম্পর্কে:

মুকেশ আম্বানি, ভারত: ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ার ম্যান মুকেশ আম্বানি এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ারের সূচক মতে, সম্প্রতি কোম্পানিটির পেট্রোকেমিক্যাল পরিশোধন ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার। আর এতেই তিনি জ্যাক মাকে পেছনে ফেলে দিয়েছেন।

জ্যাক মা, চীন: চীনের ই-কমার্স জায়ান্ট জ্যাক মার ব্যাক্তিগত সম্পদের পরিমাণ ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। চলতি বছরে ১৪০ কোটি ডলার ক্ষতি হওয়ায় প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে আসেন তিনি। ১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে শীর্ষ ধনীদের তালিকায় চলে আসেন ৫৩ বছর বয়সী জ্যাক মা।

মা হুয়াতেং, চীন: এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে চ্যাটিং অ্যাপ্লিকেশন ও ভিডিও গেইমের নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্টের প্রধান নির্বাহী মা হুয়াতেং। এর আগে সাংহাই কেন্দ্রীয় সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ‘হুরুন’ এর দেওয়া তথ্যানুযায়ী তিনি ছিলেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনের শীর্ষ ধনী।

জু জিয়াইন, চীন: চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন প্রতিষ্ঠান এভারগ্রান্ডে গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার। এভারগ্রান্ডে চীনের দ্বিতীয় বৃহত্তম ঋণগ্রস্থ প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও, তাঁর প্রতিষ্ঠাতা শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম – বিসয়টি সত্যিই বিস্ময়কর!

লি কা শিং, হংকং:  হংকং এর চেউং কং হোল্ডিংস লিমিটেডের প্রধান লি কা শিং। জানুয়ারী ২০১৮ পর্যন্ত, তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। এশিয়ার এ শীর্ষ ধনী, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ২৩তম অবস্থানে রয়েছেন। ব্যবসায়িক কর্মদক্ষতার জন্য হংকংয়ে ’সুপারম্যান’ হিসেবে পরিচিত এ ধনকুবের।

ওয়াং জিয়ানলিন, চীন: চীনের অন্যতম শীর্ষ ধনী ওয়াং জিয়ানলিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৩১ বিলিয়ন ডলার। চীনের রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে তাঁর অবস্থান রয়েছে শীর্ষে। তিনি চীনের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ডালিয়ান ওয়ান্ডা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এছাড়াও তাঁর কোম্পানি যুক্তরাষ্ট্রের সিনেমা বাজারে বড় আকারের বিনিয়োগ করে থাকে।

লি সাউ কি, হংকং: হংকং ও চীনের সফল ব্যবসায়ী লি সাউ কি হংকংয়ের আবাসন প্রতিষ্ঠান হেন্ডারসন ল্যান্ড ডেভলপমেন্টের প্রতিষ্ঠাতা। ২০১৮ সালে ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে তাঁর মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার। তিনি এশিয়ার অন্যতম ধনাঢ্য ব্যক্তি, তাকে এশিয়ার স্টক মার্কেটের মাস্টার হিসেবেও বলা হয়।

লক্ষী মিত্তাল, ভারত: বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রতিষ্ঠান আরসিলন মিত্তালের প্রতিষ্ঠাতা ভারতীয় নাগরিক লক্ষী নারায়ণ মিত্তাল। এছাড়াও ওয়ার্ল্ড স্টীল এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এই এশিয়ার সফল ব্যবসায়ী। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০০৭ সালে তিনি বিশ্বের শীর্ষ ১০০ ধনীর তালিকায় নিজের নাম তালিকাভুক্ত করেন।

ইয়াং হুই ইয়ান, চীন:  নারীদের মধ্যে এশিয়ার শীর্ষ ধনীর স্থানে রয়েছেন চীনা নাগরিক ইয়াং হুই ইয়ান। তিনি আবাসন প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেন হোল্ডিংস এর প্রতিষ্ঠাতা । ফোর্বসের তথ্য অনুসারে, তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ হলো প্রায় ২৪ বিলিয়ন ডলার। শুধু এশিয়াতেই নয়, তিনি বিশ্বের নারী ধনীদের মধ্যেও পঞ্চম অবস্থানে রয়েছেন।

যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল, সৌদি আরব: ফোর্বস ম্যাগাজিনের দেয়া তথ্যানুসারে যুবরাজ আল ওয়ালিদ এশিয়ার অন্যতম শীর্ষ আরব ধনী। তিনি সৌদি আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী ও বিনিয়োগকারী। প্রয়াত সৌদির বাদশাহ আবদুল্লাহর ভাতিজা এ যুবরাজ সৌদি আরবের কিংডম হোল্ডিংস কোম্পানির প্রতিষ্ঠাতা। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭