ইনসাইড সাইন্স

ইন্টারনেট ইনডেক্সে পাকিস্তানকে টপকে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2018


Thumbnail

ইন্টারনেট কানেক্টিভিটিতে বাংলাদেশ এবার টপকে গেছে পাকিস্তানকে। দ্য ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) সম্প্রতি ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্সের তালিকায় এই অবস্থান প্রকাশ করেছে।

পাকিস্তান যে শুধু বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে, তা নয়। ভারত, শ্রীলঙ্কা, ইরানের চেয়েও অনেক পিছিয়ে গেছে দেশটি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৬২তম। আর পাশের দেশ ভারতের অবস্থান ৪৭, ইরানের ৫০ এবং শ্রীলঙ্কার ৫২তম। আর পাকিস্তানের অবস্থান ৬৮।

এই তালিকাটিতে মূলত চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে অবস্থান নির্ধারণ করা হয়। বিষয়গুলো হলো প্রাপ্যতা, সামর্থ্য, প্রাসঙ্গিকতা এবং প্রস্তুতি। এই চারটি বিষয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় স্কোর এসেছে ৬১। তবে শুধু পাকিস্তানই এক্ষেত্রে পিছিয়ে আছে। দেশটির স্কোর ৫৪.৫।

ইনডেক্সটিতে মোট ৮৬টি দেশের নাম উঠে এসেছে। সর্বপ্রথমে রয়েছে সুইডেন। দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর এবং তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কঙ্গো রয়ছে সবার শেষে।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭