ইনসাইড গ্রাউন্ড

গুহা থেকে উদ্ধার কিশোরদের ক্রোয়েশিয়ার উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2018


Thumbnail

ফাইনাল দেখতে না পারলেও বিশ্বকাপের দুই ফাইনালিস্ট কিন্তু ঠিকই মনে রেখেছে উদ্ধার হওয়া কিশোরদের। ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন ১২ সদস্যের জন্য ১২টি জার্সি পাঠিয়ে দিয়েছে থ্যাইল্যান্ডে।

উদ্ধারের পর গুহা থেকে উদ্ধার হওয়া সবাইকে ফিফা আমন্ত্রণ জানিয়েছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা ভালো না থাকায় ডাক্তাররা সেটার জন্য অনুমিত দেয়নি। 

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন সময়ে থাইল্যান্ডের গুহায় আটকে পড়েছিল কোচ সহ ১৩ জন ক্ষুদে ফুটবল খেলোয়াড়। নিখোঁজ হওয়ার ৯ দিন পর তাঁদের সন্ধান পাওয়া গিয়েছিল। আর প্রায় ১৭ দিন পর সেই গুহা থেকে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছিল।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭