ইনসাইড গ্রাউন্ড

দেশ বদল করলেন কৌতিনহো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2018


Thumbnail

গত মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলকে ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন ব্রাজিল তারকা ফিলিপ কৌতিনহো। গত মৌসুমে বার্সা জার্সি গায়ে ২২ ম্যাচ খেলে গোল করেছেন ১০টি।

স্প্যানিশ লিগের নিয়মানুযায়ী ইউরোপের বাইরে থেকে মাত্র তিনজন খেলোয়াড় মূল দলে খেলতে পারবে। ব্রাজিলের কৌতিনহো একজন নন-ইউরোপিয়ান খেলোয়াড়। ইউরোপিয়ান কোটা নষ্ট না করার জন্য নতুন দেশের নাগরিকত্ব গ্রহন করতে যাচ্ছেন বার্সার এই তারকা। নতুন মৌসুমে তিনি পর্তুগালের নাগরিক হয়ে বার্সার মাঠ মাতাবেন। তাঁর স্ত্রী পর্তুগীজ হওয়াতে তিনি এই নাগরিকত্ব পেয়েছেন।

বার্সায় নন-ইউরোপিয়ান হিসেবে এখন দলে রয়েছেন আর্থার ও কলম্বিয়ার ডিফেন্ডার ইয়েরি মিনা। গুঞ্জন শোনা যাচ্ছে নন- ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে চেলসি থেকে বার্সাতে যোগ দিতে পারেন ব্রাজিলের আরেক তারকা উইলিয়ান।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭