ওয়ার্ল্ড ইনসাইড

বিবিসির সাক্ষাৎকারে ডন সিইওর বিতর্কিত বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2018


Thumbnail

পাকিস্তানের ইংরেজি দৈনিক ’ডন‘ পত্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামিদ হারুন বিবিসির হার্ড টক অনুষ্ঠানে দেশটির রাজনীতি ও সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করে এখন তোপের মুখে পড়েছেন। বিবিসিকে তিনি বলেন, ’পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেনাবাহিনী। সেনাবাহিনী সাবেক ক্রিকেটার ইমরান খান ও তাঁর দল পিটিআইকে সাহায্য করছে।’

ডন সিইওর মন্তব্যে খেপেছেন ইমরান খান। টুইটারে ইমরান খান বলেছেন, ‘তাঁর দলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ডন।’

এছাড়া ডন পত্রিকার সিইওর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সমর্থন করছে তারা।

এর আগে থেকেই ২৫শে জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে ’ডন’ পত্রিকা বন্ধেরও হুমকি দেওয়া হয়।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭