ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2018


Thumbnail

ভারতের ছত্তিশগর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৭ জন মাওবাদী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে মাওবাদী বিরোধী অভিযানে এ ঘটনা ঘটে বলে জানায় ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো।

বিজাপুর জেলার তিমিনার ও পুসনার গ্রামের কাছে আজ ভোরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এতে মাওবাদীরা পাল্টা আক্রমণ চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে তিন জন নারীসহ নিহত হয় সাত মাওবাদী। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুন্দর রাজ হতাহতের কথা নিশ্চিত করেন।

এছাড়া ঘটনাস্থল থেকে চারটি রাইফেল ও কয়েকটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭