ইনসাইড বাংলাদেশ

এসআইয়ের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2018


Thumbnail

২০১৮ সালের ১৯, ২০ ও ২১ মার্চ অনুষ্ঠিত এসআই (নিরস্ত্র) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ৫ হাজার ৪১১ জন উত্তীর্ণ হয়েছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

পুলিশের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিক-২) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত ওই ফলাফলে জানানো হয়, বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের (www.police.gov.bd) মাধ্যমে সবাইকে জানানো হবে।

এছাড়া মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, নাগরিক সনদপত্র এবং মুক্তিযোদ্ধা সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

বাংলা ইনসাইডার/বিপি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭