ওয়ার্ল্ড ইনসাইড

বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2018


Thumbnail

 

আফগানিস্তানে সামরিক বাহিনীর এক অভিযানে মহিলা ও শিশুসহ ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গত বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের কুন্দুজ শহরে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলার ঘটনার সাথে আফগানিস্তানের সামরিক বাহিনী না মার্কিন সেনাবাহিনী জড়িত, সে বিষয়ে এখনো তদন্ত চলছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে এ হামলার সাথে জড়িত থাকার বিষয়টি নাকচ করে দেয়া হয়।

এদিকে কুন্দুজ শহরে তালেবানদের আস্তানা ধ্বংস করে দেয়াই ছিল এ সামরিক অভিযানের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরেই এ শহরে তালেবানদের সাথে সামরিক বাহিনীর সংঘাত চলছে।

জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়, চলতি বছরেই আফগানিস্তানে প্রাণ হারিয়েছে অন্তত ১৭শ মানুষ, যার মধ্যে ৩৫৩ জনের মৃত্যুই হয়েছে বিমান হামলায়।

বাংলা ইনসাইডার/জেডআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭