ওয়ার্ল্ড ইনসাইড

ভারতীয়দের ‘A3’ বলে কেন গালি দেয় চীনারা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2018


Thumbnail

এশিয়ার প্রতিবেশী দুই দেশ চীন এবং ভারতের মধ্যকার সম্পর্ককে আর যাই হোক বন্ধুত্বপূর্ণ নিশ্চয়ই বলা যায় না। সীমান্ত সমস্যা তো রয়েছেই, আরও কিছু স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশ দুটির মধ্যে বিরোধ লেগেই থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারত এবং চীনের নাগরিকদের প্রায়ই তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। পক্ষ দুটি একে অপরকে তীক্ষ্ণ ভাষায় গালিও দিয়ে থাকে। চীনারা ভারতীয়দের হেয় করতে প্রায়ই ‘A3’ টার্মটি ব্যবহার করে থাকে। কিন্তু এর অর্থ কী? কেনই বা তারা গালি হিসেবে এটা ব্যবহার করে?

কয়েকজন চীনা অধিবাসী জানান, ‘A3’ একটি পুরনো চাইনিজ গালি। বহু বছর আগে দেশটির সাংহাই শহরে ভারতীয়রা ক্রীতদাস হিসেবে কাজ করতে যেত। সাংহাইয়ের সংস্কৃতিতে যে কোনও শব্দের শুরুতে একটি `A` বসানোর রীতি প্রচলিত।

ভারতীয় ক্রীতদাসরা চীনে অবস্থানরত তাদের ইংরেজ প্রভুদের ‘স্যার’ বলেই সম্বোধন করত। সাংহাইয়ের অধিবাসীদের উচ্চারণে সেটাই ‘Aস্যার’ হয়ে যায়। আর ‘স্যার’ শব্দটি চীনা ভাষায় লিখতে গেলে অনেকটা তিনের মতোই মনে হয়। একারণেই ‘প্রভুভক্ত’ কিংবা ‘পা-চাটা স্বভাব’ বোঝাতে চীনারা ভারতীয়দের ‘A3’ বলে সম্বোধন করতে শুরু করে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭