ইনসাইড পলিটিক্স

ট্রানজিটে বিচারপতি সিনহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2018


Thumbnail

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। দেশে ফেরার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। ঘনিষ্ঠদের জানিয়েছেন ,‘এখন আমি ট্রানজিটে আছি। সবুজ সংকেত পেলেই দেশে ফিরবো।’ সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে তাঁর। বিচারপতি সিনহা ক্যানসারে আক্রান্ত। সিঙ্গাপুরেই তিনি ক্যানসারের চিকিৎসা করান। বিচারপতি সিনহা দাবি করেছেন একটি মহল তাঁর সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট করেছে। তাঁর মতে, ‘একজন অবসরপ্রাপ্ত সাবেক বিচারপতি আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে বিষিয়ে তুলেছেন। ওই বিচারপতির জন্যই আমার আজকের এই অবস্থা।’ সিনহা জানিয়েছেন যে, লন্ডনে অবস্থানরত বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ একজন লেখক-বুদ্ধিজীবী প্রধানমন্ত্রীর ভুল ভাঙানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিচারপতি সিনহার বিষয় নিয়ে ওই লেখক প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও তাকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য চেষ্টা করছেন।

বিচারপতি সিনহা তাঁর ঘনিষ্ঠদের বলেছেন যে, তাঁর ব্যাংকে যে দুটি পে অর্ডার জমা হয়েছিল , সেটি ছিল তাঁর বাড়ি বিক্রির টাকা। এ সংক্রান্ত ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও তিনি দাবি করেন। বেশ কয়েকটি শর্তে দেশে ফিরে অবসর জীবন যাপন করতে চান বিতর্কিত এই সাবেক প্রধান বিচারপতি। এসব শর্তের অন্যতম প্রধান শর্ত হলো, দেশে ফিরে মুখ বন্ধ রাখতে হবে। যত্র তত্র সভা সমাবেশ কিংবা সেমিনারে কোনো বেফাঁস মন্তব্য করা যাবেনা। সব শর্তেই রাজি হয়েছেন সিনহা।  তাঁর মতে, এই বয়সে বিদেশ বিভুঁইয়ে একা থাকা বড়ই কষ্টের। তাঁর স্ত্রী সুষমা সিনহা ঢাকা থেকে আজ কালের মধ্যেই সিঙ্গাপুর আসছেন। জানিয়েছেন, সরকারের অনুমতি পেলে আর যুক্তরাষ্ট্রমুখী হবেননা। সরাসরি ঢাকায় গিয়ে শান্তিতে দিন কাটাবেন। কিন্তু সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার এখনো বিচারপতি সিনহাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। বিশেষ করে নির্বাচনের আগে সাবেক এই প্রধান বিচারপতিকে বিপজ্জনক বলে মনে করছে সরকারের প্রভাবশালী মহল।



বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭