ইনসাইড গ্রাউন্ড

দুই পাকিস্তানি ওপেনারের বিশ্ব রেকর্ড!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2018


Thumbnail

রেকর্ড গড়লেন পাকিস্তানের দুই ওপেনার ফকর জামান ও ইমাম উল হক। উদ্বোধনী জুটিতে রেকর্ড ৩০৪ রানের জুটি গড়েন দুজন। ওয়ানডেতে এটি যেকোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি। কেবল তা-ই নয় ওয়ানডেতেই ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটিও এটি। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৯৯ করতে সক্ষম হয় পাকিস্তান।

এদিকে, প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন ফকর জামান, অপরাজিত ছিলেন ২১০ রানে। সেই সুবাদে ১৫৬ বলে ৫ ছক্কা ও ২৪ চারে সাজানো  এই ইনিংস দিয়ে ফখর টপকে গেলেন সাঈদ আনোয়ারের ১৯৪ রানের ইনিংসকে।

এ নিয়ে ওয়ানডেতে মোট ৭ ব্যাটসম্যান ‘ডাবল সেঞ্চুরি’ করলেন। যার মধ্যে মধ্য ফখর জামানের ইনিংসটি ৪র্থ দ্রুততম( ১৪৮ বল)।

ফকর তাঁর ফিফটি তুলে নিয়েছেন ৫১ বলে। আর সেঞ্চুরি হাকিয়েছেন ৯২ বল। এরপর ফখরকে আর থামাতে পারেনি জিম্বাবুইয়ান বোলাররা। আর ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন ১৪৮ বলে। অন্যপ্রান্তে ব্যাটিং করা ইমাম-উল হক খেলেছেন ১১৩ রানের ইনিংস। ওপেনিংয়ে ৩০৪ রানের জুটি গড়েন দুজন।

তবে পাকিস্তানের এত রেকর্ডের মধ্যেও জিম্বাবুয়ের সান্ত্বনা—প্রতিপক্ষকে চারশ রান ছুঁতে না দেওয়া!

 

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭