ওয়ার্ল্ড ইনসাইড

জেল থেকে সরানো হলো নওয়াজ ও মরিয়মকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2018


Thumbnail

নিরাপত্তাজনিত কারণে জেল থেকে সরিয়ে নেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তাঁর মেয়েকে। ইসলামাবাদের অদূরে একটি সাব জেলে তাদের রাখা হয়েছে বলে জানায় পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো।

গত বৃহস্পতিবার রাওয়াল পিন্ডির আদিলা জেলে থাকাকালীন নওয়াব শরীফের বিরুদ্ধে স্লোগান দেয় বন্দীরা। এতে কারাগারে নওয়াব শরীফ ও তাঁর মেয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরপরই জেল বদলের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে নতুন জেলে স্থানান্তরের পর ভিআইপি সুবিধা পাচ্ছেন নওয়াজ ও মরিয়ম। আজ সকালে মেয়ের সাথে দেখাও করেছেন নওয়াজ বলে জানা গেছে।

এর আগে, আদালত গত ৬ জুলাই নওয়াজ শরীফকে ১০ বছর ও তাঁর মেয়ে মরিয়ম শরীফকে ৭ বছর সাজা ঘোষণা করার পর লাহোর থেকে গত সপ্তাহে গ্রেপ্তার হন তাঁরা।

 

বাংলা ইনসাইডার/জেডআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭