ইনসাইড গ্রাউন্ড

সেমিফাইনালে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের শিকাগোতে চলছে স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ইউনিফাইড দল।

নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এর পরের ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখে। আর আজ স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের জয়েই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

ইউনিফাইড ফুটবল দলটি প্রতিবন্ধী ও শারীরিকভাবে সুস্থ ফুটবলারদের সমন্বিত দল। ১৫ সদস্যের দলে আটজন শারীরিক প্রতিবন্ধীর সঙ্গে সাতজন সুস্থ ফুটবলার আছেন। আর একাদশে ছয়জন প্রতিবন্ধীর সঙ্গে পাঁচজন সক্ষম খেলোয়াড় খেলতে পারেন।

আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সোহানের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আতিফ ও আহসানুর রহমত। স্বাগতিকেরা বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭