ইনসাইড বাংলাদেশ

খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির ৩ শর্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2018


Thumbnail

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির শর্তে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। এছাড়াও নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে নির্বাচন কমিশনকে পুনর্গঠন এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার দাবি করেছে দলটি।  

আজ শুক্রবার বিকালে খালেদা জিয়ার সু-চিকিৎসা এবং মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা এসব দাবি করেন।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামী নির্বাচনের এক নম্বর শর্ত খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে এবং সংসদ ভেঙে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। এছাড়াও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’ 

বিএনপি আয়োজিত সমাবেশে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনসহ অংশ নেন।   

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশ চলাকালে দু’টি সড়কে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে আশেপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই পথে যাতায়াতকারী মানুষজন এসময় চরম দুর্ভোগের শিকার হন।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্যে রাখেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকে।

বাংলাইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭