ইনসাইড বাংলাদেশ

৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে সিমেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2018


Thumbnail

বাংলাদেশে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে জার্মানির বহুজাতিক কোম্পানি সিমেন্স। বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পরিমাণ অর্থ বিনিয়োগ করবে তাঁরা। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, জার্মান কোম্পানি সিমেন্স বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী হতে যাচ্ছে। কোম্পানিটি পায়রায় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৭০ হাজার কোটি টাকা (সাত বিলিয়ন ইউরো) বিনিয়োগ করবে।

এছাড়া ওই বৈঠকে জার্মান কোম্পানি ভেরিডোজকে ই-পাসপোর্ট কাজের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নিয়েলস।


বাংলা ইনসাইডার/বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭