ইনসাইড ট্রেড

কলকাতায় তৃণমুলের বিশাল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2018


Thumbnail

তৃণমূলের শহীদ স্মরনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে কলকাতায় তৃণমুলের বিশেষ সমাবেশ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর আগে সকাল থেকেই বিপুল সংখ্যক তৃণমূল কর্মী ও সমর্থকরা ভিড় জমিয়েছেন।

আজকের এ বিশেষ আয়োজনে পুরো দেশের নজর থাকবে কংগ্রেস সভানেত্রীর ওপর। নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ শহীদ দিবস উদযাপন। কারণ এ সমাবেশেই নির্বাচনী যুদ্ধের ঘন্টা বাজানোর কথা রয়েছে মমতার। এছাড়া, এ সভায় কংগ্রেসের কয়েকজন প্রার্থীর দলবদল করে তৃণমূলে যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই একুশের মঞ্চে উপস্থিত হয়েছে বেশ কয়েকজন কংগ্রেস সদস্যকে

এর আগেই বিশাল এ আয়োজনের সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। রাজপথে শতভাগ নিরাপত্তা দিতে রাস্তায় নেমেছে প্রায় ৬ হাজার পুলিশ ও চার হাজার স্বেচ্ছাসেবক।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭