ওয়ার্ল্ড ইনসাইড

‘বাণিজ্য যুদ্ধই বর্তমান বাস্তবতা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

বাণিজ্য যুদ্ধই হলো বর্তমান বাস্তবতা। এমন সতর্ক বার্তাই দিলেন, ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার। স্থানীয় সময় গতকাল শনিবার আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে ফরাসি মন্ত্রী এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি সম্পর্কে মায়ার বলেন, ‘একতরফা শুল্ক আরোপের বর্তমান মার্কিন বাণিজ্য নীতি `জঙ্গলের আইন’ অনুসরন করছে বলেই মনে হচ্ছে।’

অন্যদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন ম্যুচিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি সমর্থন করে বক্তব্য দেন। তিনি মুক্ত প্রতিযোগিতার জন্য ইইউ এবং চীনকে তাদের বাজার খুলে দেওয়ারও আহ্বান জানান।

এর আগে গত সপ্তাহে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ক্ষেত্রে ইইউকে যুক্তরাষ্ট্রের ‘শত্রু’ হিসেবে অভিহিত করেছিলেন।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে ২০টি দেশের জোট জি-২০’র সম্মেলন চলছে। স্থানীয় সময় গতকাল শনিবার এই সম্মেলন শুরু হয়। বুয়েন্স আয়ারস কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (সিইসি) দুই দিনের এই আলোচনায় সংগঠনটির সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এবং আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নিচ্ছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭