ওয়ার্ল্ড ইনসাইড

লস এঞ্জেলেসে জিম্মি সংকটের ঘটনায় জিম্মিকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে একটি বিপণি বিতানে প্রায় ৪০ জনকে জিম্মি করে অবস্থান নিয়ে থাকা এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লস এঞ্জেলেস পুলিশ কর্তৃপক্ষ এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার বিকেলে বন্দুকধারী ওই ব্যক্তি তার দাদীর ওপর গুলিবর্র্ষণ করেছে এমন ধারণা থেকে তার পিছু নেয় পুলিশ। গাড়ি নিয়ে পালানোর সময় ‘ট্রেডার জো’ নামের স্থানীয় একটি শপিংমলে প্রবেশ করে সে। এরপর বন্দুকধারী ওই ব্যক্তি সেখানে অবস্থানরত অন্তত ৪০ জনকে জিম্মি করে এবং এক নারীকে হত্যা করে। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর আত্মসমর্পণে রাজি হয় সে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্মি সংকটের ঘটনায় তাঁর নিবিড় দৃষ্টি রয়েছে বলে এক টুইটবার্তায় জানান।

এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে লস এঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭