ইনসাইড বাংলাদেশ

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী কর্মকর্তাদের পদোন্নতি উপলক্ষে ৫ দিনের সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করেছেন।

আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসের সদর দপ্তরের কনফারেন্স হলে তিনি এ নির্বাচনী পর্ষদের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সদরদপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদোন্নতির ক্ষেত্রে সেনা কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, সততা, বিশ্বস্ততা, পেশাগত দক্ষতার উপর গুরুত্ব দেওয়ার উপদেশ প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব নজিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের মাধ্যমে, লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেলে পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭