ইনসাইড বাংলাদেশ

খালেদার দণ্ডের আপিলের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার করা আপিলের ওপর ষষ্ঠ দিনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আজ।  

আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১৮ জুলাই শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানি ২২ জুলাই দুপুর ২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭